ইসরায়েলের রাজধানী জেরুজালেম নয়: ইতালির আদালত

ফিলিস্তিনের জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে দাবি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও তাদের এই দাবিকে স্বীকৃতি দিয়েছে। তবে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই ইসরায়েলের এই দাবিতে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। সাম্প্রতিক ইতালির একটি আদালত একটি ঘটনায় ইসরায়েলে দাবির মুখে চপেটাঘাত করেছে।
আদালতটি বলেছে, ইসরায়েলের রাজধানী কখনোই জেরুজালেম নয়। এর রাজধানী তেলআবিব। খবর মিডলইস্ট মনিটরের।
ইতালির এক টেলিভিশন শোতে ঘটনাটি শুরু হয়েছে একটি অনষ্ঠানকে কেন্দ্র করে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি কুইজ প্রতিযোগিতায় একজন প্রতিযোগীর নিকট ইসরায়েলের রাজধানীর নাম জানতে চাওয়া হলে ওই প্রতিযোগী জানান, ইসরায়েলের রাজধানীর নাম তেল আবিব। কিন্তু উপস্থাপক তার উত্তর ভুল বলে বাতিল করে দিয়ে জানান, জেরুজালেম ইসরায়েলের রাজধানী।
দুটি ফিলিস্তিনি সংগঠন উপস্থাপকের এই তথ্যের বিরুদ্ধে আদালতে মামলা করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইতালির ট্রাইব্যুনাল ডি রোমা এই রায় দেন বলে জানা গেছে।
ইতালির আদালতের রায়ে বলা হয়েছে, অনুষ্ঠানের আগামী পর্বে তাদের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে নিয়ে দর্শককে জানাতে হবে যে, জেরুজালেম ইসরায়েলের নিজের রাজধানী হিসেবে দাবি করলেও তাদের সে দাবির আন্তর্জাতিকভাবে কোনো সমর্থন বা স্বীকৃতি মেলেনি।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ইসরায়েলি বাহিনী দখল করে নেয়। ১৯৮০ সালে পুরো জেরুজালেম তারা দখল করে নেয়। তারা শহরটিকে নিজেদের রাজধানী দাবি করতে থাকে। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় কোন স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক আইনে ইসরায়েইলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকেও অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।
ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে ফিলিস্তিনের জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়।