Type to search

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনির মৃত্যু

১৫ বছরের ছেলে শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শহরের শরণার্থী শিবিরে সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনির প্রাণ যায়। খবর: বিবিসি’র।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করে। এতে ৫ ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর সাতজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। বলা হচ্ছে, দুই দশক আগে ফিলিস্তিনি ইন্তিফাদার ঘটনার পর এই প্রথম ইসরায়েলি হেলিকপ্টারে আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনিরা।

দখলকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিনি শহরগুলোতে গত ১৮ মাসে সামরিক অভিযান বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া, গ্রেপ্তার করা এবং গুলি করে হত্যার ঘটনা আগের চেয়ে বেড়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ১৬০ ফিলিস্তিনি এবং ২১ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা যায়।

এবিসিবি/এমআই

Translate »