Type to search

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) মাঝরাতে দেশটির ভূমিকম্প-প্রবণ সুমাত্রা দ্বীপ শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা খবর রয়টার্স।

ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কম্পনের প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি)।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি আরও জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আতঙ্কিত সাধারণ মানুষকে সমুদ্র থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে উঁচু স্থানের দিকে চলে যাচ্ছেন সাধারণ মানুষ।

এবিসিবি/এমআই

Translate »