ইউরোপে কোভিড-১৯ মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
ইউরোপে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এই প্রথম বিশ্বের কোনো অঞ্চলে এতো জনগণ মৃত্যু হওয়ার খবর জানা গেল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে ক্রিসমাসের আগে লকডাউন জারি করা হয়েছে। তবে এসব পদক্ষেপের মধ্যে ব্রিটেনে নতুন ধরনের করোনার সন্ধান পাওয়া গেছে যা নতুন ভাইরাসের চেয়ে ৭০ গুন বেশি দ্রুত ছড়ায়।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনায় এ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। ব্রিটেনে ভাইরাসের নতুন যে ধরন পজিটিভ শনাক্ত হয়েছে রবিবার ইতালিতেও ভাইরাসের সেই ধরন শনাক্ত হয়েছে। ফ্রান্সে এবং ডেনমার্কও তা পাওয়া গেছে।