Type to search

আন্তর্জাতিক

আমেরিকায় অনুমোদন পেলো ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন

জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অনুমতি পেলো ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন। শুক্রবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড নির্দেশ দিয়েছেন যে অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করতে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুই লাখ ৯২ হাজার মানুষ প্রাণঘাতী করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের সেক্রেটারি অ্যালেক্স আজার শুক্রবার জানিয়েছেন যে সোমবার অথবা গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে।

ইতিমধ্যে যুক্তরাজ্য, সৌদি, কানাডা, বাহরাইনে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন পেয়েছে।

Translate »