Type to search

আন্তর্জাতিক

অস্ত্র নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে: প্রেসিডেন্ট বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে উন্নত অস্ত্র দেওয়ার সর্বশেষ যে অনুরোধ জানিয়েছে, তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। মঙ্গলবার(৩১ জানুয়ারি) সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

এর আগে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি সমর্থন করেন কি-না এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে বাইডেন জোর দিয়ে ‘না’ বলেছিলেন। এরপর তিনি  সাংবাদিকদের বলেন, ‘আমরা আলোচনা করতে যাচ্ছি। ইউক্রেনে রুশ হামলার প্রায় ১ বছর হতে চলছে। এর মধ্যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই কিয়েভকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। পশ্চিমা দেশসমূহও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে।’

এর মধ্যে জেলেনস্কি আরও শক্তিশালী ও উন্নত অস্ত্র দেয়ার অনুরোধ জানিয়েছেন। কারণ রাশিয়ার দিক থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু দেশটি ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনকে উন্নত ট্যাংক দিতে সম্মত হয়েছে। এখন ইউক্রেন যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে মিত্র দেশগুলোর প্রতি জোর অনুরোধ জানিয়েছে।

এবিসিবি/এমআই

Translate »