Type to search

Lead Story আন্তর্জাতিক কমিউনিটি

১০ লক্ষাধিক মানুষের চাকরির সুযোগ কানাডায়

কানাডায় চাকরির সুযোগ রয়েছে ১০ লক্ষাধিক মানুষের। ২০২১ সালের মে মাসের পর শূন্য পদের সংখ্যা ৩ লাখের বেশি বেড়েছে। রবিবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা জানতে একটি জরিপ চালায় কানাডা সরকার। এই জরিপে দেশটির বিভিন্ন শিল্প খাতে শ্রমিকসংকটের তথ্য উঠে আসে।

দেশটিতে কর্মক্ষম ব্যক্তিদের বয়স বেড়ে যাওয়া ও অবসরে চলে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিকসংকট। এজন্য দেশটিতে অভিবাসীদের চাহিদা বেড়ে গেছে।

সিআইসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সরকার চলতি বছরে এযাবৎকালের সর্বোচ্চসংখ্যক চার লাখ ৩০ হাজার মানুষকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে সাড়ে চার লাখে। এতে করে দেশটিতে বেকারত্বের হার তলানিতে ঠেকেছে। অপর দিকে দেশটিতে নতুন করে চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

এছাড়া অভিভাসীদের জন্যও খালি পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »