১০ বিভাগে বিএনপি ও সমমনাদের সমাবেশ আজ
যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার দেশের ১০টি বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সারাদেশে সমাবেশ সফল ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে গত এক সপ্তাহ বিএনপির নেতারা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, পথসভা ও প্রচার-প্রচারণা চালান। এমন তৎপরতায় সমাবেশগুলোতে গণজাগরণ হবে বলে আশাবাদী তাঁরা। ঢাকার সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। একই দিন সমমনা ৫৪টি রাজনৈতিক দল এবং জোটও সমাবেশ করবে।
ঢাকার মতোই সব বিভাগীয় সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী সোনামসজিদ মোড়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জিলা স্কুল মাঠে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্টারি মাঠে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
গ্রেপ্তার-হয়রানির অভিযোগ: বিভাগীয় সমাবেশ বানচালের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার, হয়রানি এবং ক্ষমতাসীনরা নানাভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সমাবেশ ঘিরে সরকার এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেত্রকোনা, শেরপুরসহ বিভিন্ন এলাকায় দমন-নিপীড়ন চালাচ্ছে। গত কয়েক দিনে ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে নেতাকর্মীর বাড়িতে হানা দিয়ে পরিবার-পরিজনকে হয়রানি করা হচ্ছে। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, সরকার ভীত হয়ে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাতের ষড়যন্ত্র করছে। কর্মসূচিতে যোগ না দিতে নেতাকর্মীকে হুমকি-ধমকি দিচ্ছে। এসব করে কোনো লাভ হবে না। সমাবেশে গণজোয়ার সৃষ্টি হবে।
সমমনা জোট ও দল: আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। একই সময়ে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন সড়কে সমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ জোট নেতারা বক্তব্য দেবেন। এ জোটের উদ্যোগে রংপুর ও সিলেট বিভাগে সমাবেশ হবে।
পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্স প্রীতম ভবনের উল্টো দিকে সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী সমমনা জোট এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ জোট নেতারা সমাবেশ করবেন। গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগ গণফোরামের দলীয় অফিসের সামনে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে বিকেল ৪টায়, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য, বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। দলের মহাসচিব রেদোয়ান আহমদের নেতৃত্বে মিছিলটি মালিবাগে যাবে। এ ছাড়া পুরানা পল্টন মোড়ে সকাল ১১টায় সমাবেশ করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
কর্মসূচি: বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে ১১ ফেব্রুয়ারি সারাদেশে জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা হতে পারে বলে সূত্র জানিয়েছে।-সমকাল
এবিসিবি/এমআই