Type to search

Lead Story জাতীয়

হঠাৎ পদ্মাসেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

পদ্মাসেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেছেন। প্রায় ১১ হাজার কোটি টাকায় নির্মিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও ১ম বারের মতো চলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু পরিদর্শনের ছবি প্রকাশ করেছেন। জানা গেছে এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর পদ্মা সেতু সফরের বিষয়ে গেল বৃহস্পতিবার বিকেলে তাকে জানানো হয়। তবে তিনিসহ কর্মকর্তাদের কেউ এ সফরে ছিলেন না। তাই সফরের বিস্তারিত জানেন না তিনি।

পদ্মাসেতু প্রকল্পের একজন প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রীর পদ্মা সেতুতে আসছেন- এ সংবাদে তারা আগে থেকে জানতেন না। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা মাওয়ায় আসেন। প্রধানমন্ত্ররী গাড়িবহর তাদের নিয়ে পদ্মাসেতুতে ওঠে। প্রধানমন্ত্রী সেতুর ওপরে গাড়ি থেকে নেমে শেখ রেহানাকে পাশে নিয়ে ছবি তোলেন। ২ বোন সেতুর রেলিং ধরে পদ্মা নদী দেখেন।

এবিসিবি/এমআই

Translate »