Type to search

Lead Story রাজনীতি

স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বললেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের-এবিসিবি নিউজ-abcb news

স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে এদের মোকাবিলা করা হবে।
তিনি জানান, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিল, ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বর্তমানেও একই ঐক্য দরকার।

এবিসিবি/এমআই

Translate »