Type to search

Lead Story সারাদেশ

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় শিশুসহ ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী দুই শিশু ও নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের সদস্য ৫ জন। এই দুর্ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের নুরপুর এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয় দ্রুতগতির ট্রাক।

মৃত্যু ব্যক্তিরা হলেন- উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), উপজেলার রূপচেং এলাকার জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (২৯), তার ৭ বছরের মেয়ে ফাবিয় বেগম ও ৪ মাসের ছেলে শাহাদত হোসেন, জামাল আহমদের ভাবি হাসিনা বেগম (৩৫) এবং জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।

এছাড়া জামাল আহমদের বড়ভাই মো. জাকারিয়া আহমদ গুরুতর আহত হয়েছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর বলেন, সিলেট থেকে পাথর সংগ্রহের জন্য দ্রুতগতির ট্রাকটি জাফলং যাওয়ার পথে নুরপুর গ্রামের সাইড রোড থেকে মহাসড়কে উঠামাত্র অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হন। এছাড়া আহত তিন জনকে ওসমানী হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

Translate »