Type to search

Lead Story রাজনীতি

সিটি নির্বাচনও নীল নকশার হবে বললেন মির্জা ফখরুল

আওয়ামী লীগকে ওয়াদা ভঙ্গকারী দল হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনও নীল নকশার হবে। তারা (সরকার) ব্লু-প্রিন্ট করে ফেলেছে। এই নির্বাচনে যাওয়ার অর্থই হয় না। এটা অর্থহীন হবে। নির্বাচন ব্যবস্থাকে সরকার বেমালুম ধবংস করে দিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জাগপার একাংশ জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, পুরো নির্বাচনের ব্যবস্থা ও প্রতিষ্ঠানটাকেই অত্যন্ত পরিকল্পিতভাবে ধবংস করে দেওয়া হয়েছে। এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেছেন, পরিকল্পিত নির্বাচন চাই না। ম্যাসেজ ইজ ভেরি ক্লিয়ার যে, আওয়ামী লীগ পরিকল্পিত নির্বাচন করে, সেই নির্বাচন তিনি (রাশেদ খান মেনন) চান না। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন যে, এখানে মন্ত্রীরাই সিন্ডিকেট তৈরি করে, তারাই দ্রব্যমূল্য বৃদ্ধি করে।বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের অপকর্ম বলে শেষ করা যাবে না। এনাফ ইজ এনাফ। এই সরকার যদি আর একটা মুহূর্তও দেশ পরিচালনায় থাকে, দেশ আরও খারাপের দিকে যাবে। ২০০৮ সালে আওয়ামী লীগ জনগণের কাছে যে ওয়াদাগুলো করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল; প্রত্যকটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আওয়ামী লীগ হচ্ছে ওয়াদা ভঙ্গের দল, জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর দল।

তিনি আরও বলেন, এই সরকারকে আমাদেরই সরাতে হবে। এই কাজটা বাইরে থেকে কেউ করে দেবে না। অনেকেই অপেক্ষা রয়েছেন। অপেক্ষায় থাকার কোনো কারণ নাই। আপনাকে করতে হবে, আমাদের সবাইকে করতে হবে।

জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »