সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বললেন রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে। কিন্তু সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ’ শীর্ষক এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) ঢাকা সেন্টার।
রিজভী বলেন, আজ দেশের নাগরিকদের সব অধিকার হরণ করা হয়েছে। মানুষ যেন একটি বেড়ার মধ্যে বাস করছে। তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। আমাদের উচিত জনগণের কাছে যাওয়া। তিনি বলেন, সরকার উন্নয়নের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে। যমুনা সেতুতে রেললাইন থাকা সত্ত্বেও আরেকটি রেলসেতু করার সমালোচনা করে তিনি বলেন, অথচ সিগন্যাল সিস্টেম উন্নত করা এবং ডাবল লাইন করলেই কিন্তু যানজট ও জনগণের ভোগান্তি হতো না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে প্রধানমন্ত্রী বলেন, তিনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে। আপনি যাদের বলছেন, তারা তো বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাব, ঢাকা সেন্টারের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম। প্রকৌশলী মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে ও শাহীন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নু, রুয়েটের অধ্যাপক এসএম আবদুর রাজ্জাক প্রমুখ।-সমকাল
এবিসিবি/এমআই