সপ্তাহে ৭ দিনই বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া
এখন থেকে দেশের সব মহানগরে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম আজ এক সেমিনারে এ ঘোষণা দেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে। ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
গত মাসে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সাইফুল আলম।
ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন।