Type to search

Lead Story সারাদেশ

সকাল-সন্ধ্যা হরতাল চলছে হেফাজতের, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল হয়ে পড়েছে। রবিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে হরতাল সমর্থকরা বিক্ষোভ করে। এর ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ এসে রাস্তা থেকে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের ও আগুন নিভিয়ে যানবাহন চলাচল শুরু করে।

হরতালের সমর্থনে সকাল থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। এরপর হরতালের সমর্থনে মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় তারা অবস্থান নেয়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে এবং রাস্তায় ইট বিছিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইটি, সাইনবোর্ড, চাষাঢ়া, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব ও বিজিবি সদস্যরা।

তবে রাজধানীতে একরকম ঢিলেঢালাভাবেই পালিত হচ্ছে হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। আজ রবিবার ভোর থেকে সড়কে গণপরিবহন ও যাত্রীর সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিদিনের চেনা রূপে ফিরছে সড়কগুলো।

আজ ভোর থেকে রাজধানীর সড়কগুলোতে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল ছিল কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে দৃশ্য পাল্টাতে থাকে। শনির আখড়া, পল্টন, যাত্রাবাড়ী, গুলিস্তান, কাওরান বাজার, ফার্মগেট এলাকায় নেই চিরচেনা সেই যানজট। গণপরিবহন কিছুটা কম থাকায় রিকশা-সিএনজির চাহিদা বেড়েছে। প্রায় সব এলাকাতেই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে।

চট্টগ্রাম, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গত শুক্রবার (২৬ মার্চ) রাতে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।

Translate »