Type to search

Lead Story রাজনীতি

শারীরিক অবস্থা ভালো ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় অনেক ভালো।

বুধবার (১৫  ডিসেম্বর) সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় অনেক সুস্থ আছে। ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে তার। আরো ২/৩ দিন তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে। তিনি এখন শঙ্কামুক্ত।’
ওবায়দুল কাদের তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।

এবিসিবি/এমআই
Translate »