Type to search

Lead Story জাতীয় শিক্ষা

শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত নয়টার দিকে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন জানান, আমাদের সহযোদ্ধারা আমাদের এই অবস্থা দেখে অনশন ভেঙে ফেলার অনুরোধ জানান। কিন্তু আমরা অনশনরত শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে, অনশন ভাঙবো না আমরা। এ উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো এবং চেষ্টা করবো।

শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও খাদ্য সেবা নিশ্চিত করার জন্য ফান্ড সংগ্রহের অ্যাকাউন্টে টাকা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা আমাদের ক্যাম্পাসে কোনো দরকারে বড় ভাইদের কাছে বিভিন্ন সময় সহযোগিতা চাই। এখন আমাদের চিকিৎসা এবং খাদ্যের মতো মৌলিক চাহিদা পূরণের জন্য সহযোগিতা করা অন্যায় নয়। বড় ভাইদের আটকের ঘটনার নিন্দা জানাই আমরা। একই সঙ্গে তাদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।

এর আগে ভিসিবিরাধী আন্দোলনের নেতা মোহাইমিনুল বাশার বলেছিলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের কষ্ট মেনে নিতে পারছি না। তাদের মৃত্যুর দিকে আমরা ঠেলে দিতে চাই না। আন্দোলনের জায়গা থেকে তাই অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।  অনশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলেও আমরা বিপুল উদ্দীপনায় আন্দোলন চালিয়ে যাব।

এবিসিবি/এমআই

Translate »