Type to search

Lead Story আন্তর্জাতিক

শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউইতে মৃত্যু বেড়ে ১৯০

ঘূর্ণিঝড় ফ্রেডিতে বিধ্বস্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এছাড়া অন্তত ৫৮৪ জন আহত এবং ৩৭ জন নিখোঁজ রয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার (১৪ মার্চ) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বেঁচে যাওয়া মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাই তাদের প্রিয়জনকে খুঁজছেন। গত সোমবার (১৩ মার্চ) দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়।

প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও তা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যদিও ঝড়টি দুর্বল হয়ে পড়েছে, তবুও এটি দক্ষিণে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে আনছে। যার কারণে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা জানান, পরিস্থিতি আরও খারাপ হয়েছে দক্ষিণ মালাউইতে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোন নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। এটা খারাপের দিকে যাচ্ছে।

যদিও ঝড়টি দুর্বল হয়ে পড়েছে, তবুও এটি দক্ষিণে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে আনছে।যদিও ঝড়টি দুর্বল হয়ে পড়েছে, তবুও এটি দক্ষিণে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে আনছে।

এ ছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে বলে জানান তিনি। মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার (১২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফ্রেডির ১০টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার স্কুলগুলো বুধবার (১৫ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে।

এবিসিবি/এমআই

Translate »