লন্ডনে এমপি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।
টিউলিপ সিদ্দিক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে।
কিলবার্ন ও হ্যাম্পস্টেডের লেবার দলীয় এই এমপি আরও বলেন, গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি। দুর্বৃত্তরা গাড়ির ছাদে একটি বার্তা লিখে রেখে গেছে। যা লেখা হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি পরিকল্পিত হামলা।
তবে এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না উল্লেখ করে টিউলিপ জানিয়েছেন, তিনি তার কাজ করে যাবেন।
তিনি আরও জানান, এই ঘটনার পর তাকে ফোন করেছিলেন লেবার পার্টির শীর্ষ নেতারা। সেই সাথে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি ফোন করে উদ্বেগ প্রকাশ করেন।
এবিসিবি/এমআই