Type to search

Lead Story আন্তর্জাতিক

রিপাবলিকানদের লজ্জা থাকা উচিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কংগ্রেসে ট্রাম্প সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ভয়াবহ যে হামলা চালিয়েছে  এবং তারা যেভাবে ফক্স নিউজের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে তাতে বিপাবলিকানদের লজ্জা হওয়া উচিত।

বাইডেন বুধবার (৮ মার্চ) এক টুইটে বলেন, ওই হামলায় ১৪০ জনেরও বেশি কর্মকর্তা আহত হয়েছেন। এ কথা আমি আগেও বলেছি, তারা যে নরকের মধ্যদিয়ে গেছে তা অস্বীকার কিংবা খাটো করার সাহস কার কীভাবে হয়?

তিনি আরো বলেছেন, আমি আশা করছি আমাদের আইন প্রয়োগকারী সদস্যদের প্রতি যা করা হয়েছে তাকে খাটো করার জন্যে হাউস রিপাবলিকানরা লজ্জা বোধ করবেন।

এছাড়া বাইডেন ক্যাপিটল হিল পুলিশের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন।

ক্যাপিটল হিলের পুলিশ প্রধান থমাস ম্যাঙ্গার ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসনকে অভিযুক্ত করে বলেছেন, তিনি ট্রাম্পের নির্বাচনে হেরে যাওয়ার পর হামলার ভিডিও নজিরবিহীনভাবে রদবদল করেছেন।

সম্প্রতি হাউস স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাককারথি ক্যাপিটল হিলের নিরাপত্তা ক্যামেরার ৪১ হাজার ঘন্টার ফুটেজ কার্লসনের কাছে হস্তান্তর করেন।
ক্যাপিটল হিলের ভিড় শন্তিপূর্ণ ছিল নিজের এই যুক্তি দাঁড় করাতে কার্লসন পরে এসব ফুটেজ সম্পাদনা করেন।

এবিসিবি/এমআই

Translate »