Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ ইইউ!

রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। এই আঞ্চলিক জোট রাশিয়ার ওপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু হাঙ্গেরির বিরোধিতায় ইইউর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, খারকিভের এক-তৃতীয়াংশ এখন রাশিয়ার দখলে। ইউক্রেনের সেভেরোডোনেস্কে যখন রুশ ও ইউক্রেন যোদ্ধারা তীব্র লড়াইয়ে আছেন, তখনই তিনি এ মন্তব্য করলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুতিনের অসুস্হতা নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা গুজব।

অবশেষে ব্যর্থ হলো ইইউ! :সর্বশেষ প্রস্তাবে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সোভিয়েত যুগের দ্রোজবা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল আমাদানি করার অনুমোদন ছিল। এই পাইপলাইন  ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের কয়েকটি দেশে চলে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে পাইপলাইনগুলোকে অব্যাহতি দিলে ইউরোপে রাশিয়ার তেল রপ্তানির এক-তৃতীয়াংশ রোধ হবে এবং তার পরও মস্কোর জন্য এটি গুরুত্বপূর্ণ রাজস্ব উত্স সরবরাহ করবে। গত কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এ বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিলেন, কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের কারণে ইইউ এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

এ পরিকল্পনার প্রধান প্রতিপক্ষ হাঙ্গেরি বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ব্যাপক নির্ভরতার কারণে তার শোধনাগারগুলোকে আধুনিকায়ন করতে পাঁচ বছর সময় লাগবে এবং এজন্য বিলিয়ন বিলিয়ন ইউরো ঋণের প্রয়োজন হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এখন এই পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। এটি মধ্য ইউরোপে হাঙ্গেরি ও তার ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে ব্যবধান বা মতবিরোধ বাড়িয়ে দিয়েছে।

হাঙ্গেরির বিরোধিতার অর্থ হবে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্যাকেজের অন্যান্য পদক্ষেপ বন্ধ করা, যার মধ্যে রয়েছে রাশিয়ার ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা, দেশটির সম্পদ বাজেয়াপ্ত করা এবং কয়েক ডজন উচ্চপদস্হ রাশিয়ান কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা।

রবিবারের বৈঠকে ইউরোপীয় রাষ্ট্রদূতদের মধ্যে মতানৈক্যের কারণে এই ইসু্য সোমবার ও আজ মঙ্গলবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে তেল নিষেধাজ্ঞা এবং রাশিয়ার গ্যাসসহ সব জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত শেষ করার পরিকল্পনা অন্তভু‌র্ক্ত থাকতে পারে। এটা এখন স্পষ্ট যে রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা এবং এর পরিণতি নিয়ে ইইউ দেশগুলোর মধ্যে কোনো চুক্তি নেই। প্রকৃতপক্ষে রাশিয়ান তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর পক্ষে এটি পরিত্যাগ করা এবং বিকল্প তেলের উত্সের অনুসন্ধান করা সহজ হবে না।

সেভেরোডোনেস্কে তীব্র লড়াই

ইউক্রেনের লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর ‘সেভেরোডোনেস্কের’ উপকণ্ঠে তীব্র লড়াই চালাচ্ছে ইউক্রেন ও রুশ বাহিনী। ইউক্রেন সেনারা রুশ সেনাদের হামলা প্রতিহত করছে বলে জানিয়েছেন লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই। এক টেলিগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, সংঘর্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গভর্নর জানান, সেভেরোডোনেস্কে ও লিসিচানস্কের আশপাশে ভারী লড়াই চলছে। পরিস্হিতিকে তিনি ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করেছেন।

খারকিভের এক-তৃতীয়াংশ রাশিয়ার নিয়ন্ত্রণে: জেলেনস্কি

প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলের এক-তৃতীয়াংশ জায়গা এখনো রাশিয়ার দখলে। তবে ইউক্রেন অবশ্যই হারানো জায়গা পুনরুদ্ধার করবে। জেলেনস্কি রবিবার যুদ্ধে আক্রান্ত পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চল সফর করেছেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে এই প্রথম তিনি রাজধানী কিয়েভের বাইরে কোনো যুদ্ধক্ষেত্রে সফর করলেন। রবিবার রাতে এক বক্তব্যে জেলেনস্কি খারকিভের ধ্বংসযজ্ঞ পরিস্হিতির বর্ণনা করতে গিয়ে বলেন, রুশ বাহিনী হামলা চালিয়ে খারকিভের অ্যাপার্টমেন্টগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছে। অনেক ভবন অর্ধেক ক্ষতিগ্রস্ত।

পুতিনের অসুস্হতার খবর গুজব: ল্যাভরভ

রুশ প্রেসিডেন্ট পুতিনের অসুস্হতার খবরকে গুজব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্হা জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিনই জনসম্মুখে আসছেন। ফ্রান্সের টিএফওয়ান টেলিভিশনকে ল্যাভরভ বলেন, ‘আপনারা প্রেসিডেন্ট পুতিনকে টেলিভিশনে দেখতে পাচ্ছেন। তার ভাষণ শুনতে বা পড়তে পারছেন। আমি মনে করি না কেউ তার মধ্যে অসুস্হতার লক্ষণ দেখছেন।’ তিনি আরো বলেন, ‘যারা প্রেসিডেন্ট পুতিনের অসুস্হতার গুজব ছড়াচ্ছেন, বিষয়টি আমি তাদের বিবেকের ওপর ছেড়ে দিচ্ছি।’ ইউক্রেনের দনবাস অঞ্চলের স্বাধীনতা মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার বলেও জানান ল্যাভরভ।  বিবিসি, পার্স টুডে ও আলজাজিরা

এবিসিবি/এমআই

Translate »