Type to search

Lead Story আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু হবে, বাইডেনকে জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন।

স্থানীয় সময় রোববার নেতানিয়াহু সাংবাদিকদের একথা বলেন। তবে নেতানিয়াহু এটাও বলেছেন যে, যুদ্ধবিরতির শর্ত পূরণে হামাস রাজি থাকলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত রয়েছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। নেতানিয়াহু এই শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »