Type to search

Lead Story আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ তান্ডবে গত ২৪ ঘন্টায় প্রায় ৪ হাজার মৃত্যু

আমেরিকায় কোভিড-১৯ গত ২৪ ঘন্টায় মারা গেলেন ৩ হাজার ৯ শ ২৭ জন। বুধবারের (৩০ ডিসেম্বর) এই মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ। জনস হপকিনস ইউনিভার্সিটি এসব তথ্য জানায়।

বাল্টিমোরভিত্তিক এই ইউনিভার্সিটি জানায়, বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৩ হাজার ৯ শ ২৭ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে এক লাখ ৮৯ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছে।

করোনা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পরে এ পর্যন্ত এক কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৮৯৯ জন শনাক্ত এবং ৩ লাখ ৪১ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসি সতর্ক করে দিয়ে জানিয়েছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাস গুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি।

দেশটিতে গণ-ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, ২৮ লাখ লোককে ইতোমধ্যে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বছরের শেষ নাগাদ ২ কোটি জনগণকে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Translate »