Type to search

Lead Story রাজনীতি

মোদি বিরোধী আন্দোলন: আজ বিক্ষোভ, রবিবার সারাদেশে হরতালের ডাক হেফাজতের

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ এবং পরদিন রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ভিডিও বার্তার মাধ্যমে এসব কর্মসূচি দেন। শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা্য় পল্টনে ঢাকা মহারগর হেফাজতের সাধারণ সম্পাদক মামুনুল হক তার পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে আন্দোলনরতদের ওপর হামলা ও ৫ জনের মৃত্যুর ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী।

সেখান থেকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ব্রিফ করেন। তিনি জানান, ‘ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হোক আমরা চাই।’ তিনি দাবি করেন, হেফাজতের মোট পাঁচজন কর্মী মারা গেছেন। এর মধ্যে ৪জন হাটহাজারীতে এবং ১ জন ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি আরও জানান, ‘আমাদের এ কর্মসূচি বর্তমান সরকার বিরুদ্ধে ছিল না। এটি ছিল মোদির বিরুদ্ধে। সে দেশে মুসলিমদের নির্যাতন করছেন মোদি। এর প্রতিবাদ স্বরূপ দিয়েছিলাম এ কর্মসূচি।’

Translate »