Type to search

Lead Story আন্তর্জাতিক

মায়ের লাশের পাশে অবুঝ শিশুরা কয়েকদিন

প্রতীকী ছবি 

 

অনলাইন ডেস্ক:  পাঁচ ও সাত বছর বয়সী দুই মেয়েকে নিয়ে অ্যাপার্টমেন্টে একাই ছিলেন এক নারী। হঠাৎ তার মৃত্যু হয়। কিন্তু অবুঝ শিশুরা মায়ের মৃত্যুর বিষয়টি বুঝতেই পারেনি। মা ঘুমাচ্ছে মনে করে মায়ের লাশের পাশেই কাটিয়েছে কয়েকদিন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ে দুটি বেশ কয়েকদিন ধরে স্কুলে না যাওয়ার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বুধবার ওই অ্যাপার্টমেন্টে গেলে মেয়ে দুটি জানায়, তাদের মা ঘুমাচ্ছে। পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে তাদের মায়ের লাশ আবিষ্কার করে।

ওই নারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে।

মেয়ে দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের কাউন্সেলিং করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Translate »