Type to search

Lead Story কমিউনিটি

মালয়েশিয়ায় ঈদের নামাজে করোনা বিধি ভাঙায় ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে কোভিড-১৯ বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৮ বাংলাদেশিসহ ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন রিমান্ডে নেওয়া হয়েছে তাদের।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার (২০ জুলাই) ওই ৪৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার (২১ জুলাই) সকালে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডের আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারদের তাদের মধ্যে ১ জন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী ও বাকি ৪৮ জন বাংলাদেশি নাগরিক। সকলের বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে এবং স্থানীয় লোকটির বয়স ৬৪ বছর।

অবশ্য মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তিকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ব্যক্তিরা কোভিড-১৯ বিধিনিষেধ লঙ্ঘন করে মসজিদের বাহিরে জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

Translate »