Type to search

Lead Story আন্তর্জাতিক

মার্কিন সিনেটে ট্রাম্পের বিচার শুরু আজ

ট্রাম্প- মার্কিন সিনেটে ট্রাম্পের বিচার শুরু আজ-এবিসিবি নিউজ-abcb news

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে দ্বিতীয় অভিশংসন বিচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। গত ৬ জানুয়ারি মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। সেখানেই ট্রাম্পের বিচার শুরু করবেন কংগ্রেসের সদস্যরা। সিনেটে ইমপিচমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ৯ কংগ্রেসম্যান। বিচারকের আসনে বসবেন ৮০ বছর বয়সি সিনেটর প্যাট্রিক লিহাই। ট্রাম্প অবশ্য কাঠগড়ায় দাঁড়াতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। তার পক্ষে লড়বেন আইনজীবীরা।

গত জানুয়ারি মাসে হামলার ঘটনায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত করা হয়েছিল ট্রাম্পকে। তবে সিনেটে তাকে অভিশংসনের সম্ভাবনা ক্ষীণ। কারণে এতে অধিকাংশ রিপাবলিকানদের তাতে সমর্থন নেই। ক্যাপিটল হিলের হামলার শিকার ছিলেন রিপাবলিকানরাও। সে দিন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফাঁসিতে ঝুলানোর সেøাগান দিয়েছিল ট্রাম্পের সমর্থকরা। সে আলোকে রিপাবলিকানরা বিবেকের তাড়নায় হলেও ট্রাম্পকে সমুচিত শাস্তি দিতে ডেমোক্র্যাটদের পাশে দাঁড়াতে পারে বলে অনেকে মনে করছেন।

উল্লেখ্য, ২০১৯ সালেও ট্রাম্পকে ইমপিচের প্রথম সিদ্ধান্ত হয়েছিল প্রতিনিধি পরিষদে। কিন্তু সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা যায়নি। এবার ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলেও প্রয়োজনীয় ভোট পেতে ১৭ রিপাবলিকানের সমর্থন লাগবে। দ্য গার্ডিয়ান।

Translate »