Type to search

Lead Story জাতীয়

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এখানে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, ‘জো বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে তাঁকে  (শেখ হাসিনা) উষ্ণ অভ্যর্থনা জানান।’
তিনি জানান, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে, পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানান।

এবিসিবি/এমআই

Translate »