মানবতার কথা আমেরিকার সঙ্গে যায় না বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবতার বিষয়ে কথা বলা আমেরিকার সঙ্গে যায় না। কারণ দোষী সাব্যস্ত হওয়া খুনিকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে নিজেদের নিরাপত্তা দিচ্ছে এবং তাকে হস্তান্তর করতে অস্বীকার করেছে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, তারা আইন ও মানবতার কথা বলে, কিন্তু একজন খুনিকে আশ্রয় দিয়েছে।
গত ১০ ডিসেম্বর র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ৭ বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের ‘মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে তাদের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা প্রসঙ্গে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী জানান, উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ ও উন্নয়ন করা। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব রেখে এগিয়ে যাওয়া।
সরকার পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কি-না জানতে চাইলে মন্ত্রী জানান, অন্যকে দোষারোপ করার মানসিকতা আমাদের নেই। আমরা একসাথে কাজ করতে চাই।
তিনি জানান, আমরা ইতোমধ্যেই আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ে আলোচনা করেছি এবং পরবর্তী ব্যবস্থার বিষয়ে শিগগির আবার আলোচনা করব।
দেশে অপরাধ, মানবপাচার ও মাদকপাচার কমানোর লক্ষ্যে র্যা ব সফল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপের সময় আমি র্যা বের এ ধরনের মিশন বর্ণনা করেছি। বলেছি, র্যা বের মিশন মানবপাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা বিশ্বব্যাপী লড়াইয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। উত্তরে ব্লিঙ্কেন বিষয়টি নিয়ে আরও আলোচনার আশ্বাস দিয়েছেন।
এবিসিবি/এমআই