Type to search

Lead Story অপরাধ বাংলাদেশ বিনোদন

মাদক মামলায় পরীমনি ও দীপু আরও ২ দিনের রিমান্ডে

চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে চিত্রনায়িকা পরীমনিকে আদালতে নেওয়া হয়

চিত্রনায়িকা পরীমনি ও তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুর আরও দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে তাদের আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তাফা তাদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

রিমান্ড শুনানি শেষে পরীমনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে আদালতে হাজির করা হলে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অভিযানে পরীমনির বনানীর বাড়ি থেকে বিদেশি মদ পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর র‌্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই আদালত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলায় ছয় দিনের রিমান্ড দেন।

মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. গিয়াস উদ্দিন রাজ ও সবুজ আলীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। অন্যদিকে পর্নগ্রাফি মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপর্দশক সোহেল রানা রাজ ও সবুজের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

ডেইলি স্টার

 

Translate »