Type to search

Lead Story আন্তর্জাতিক

মহানবী (সা.)কে নিয়ে বিতর্ক: বিক্ষোভকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও তার সহকর্মী নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুয়েত শহরে প্রবাসীরা বিক্ষোভ করেছে। এই নিয়ে এসব বিক্ষোভকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার কুয়েতে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতার ও নিজ দেশে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেশটির সরকার আরও জানিয়েছে, এখানে প্রত্যেক অভিবাসীর উচিত আইনকে সম্মান করা এবং যেকোনো ধরণের বিক্ষোভে অংশ না নেওয়া।

আরব টাইমস জানিয়েছে, শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর ফাহাহিল এলাকায় প্রবাসীরা আল্লাহু আকবর বলে স্লোগান দেয়। ধারণা করা হচ্ছে, এসব প্রবাসী বাংলাদেশ, পাকিস্তানের নাগরিক।

ইতোমধ্যে দেশটির সরকার বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের আটকের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দেশটির গোয়েন্দারা বিক্ষোভে অংশ নেওয়াদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে।

খবরে বলা হয়েছে, তাদের ভিসা বাতিল করা হবে পাশাপাশি পুনরায় তাদের কুয়েত প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা জারি করা হবে। কুয়েতের আইন অনুসারে, প্রবাসীরা দেশটিতে কোনো ধরনের অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে পারেন না।

এবিসিবি/এমআই

Translate »