Type to search

Lead Story অস্ট্রেলিয়া

ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া

ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.8 মাত্রার। মাঝারি ধরনের এ ভূমিকম্পে মেলবোর্ন শহরের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯ টা ১৫ মিনিটে ম্যানসফিল্ডে এ ভূমিকম্প আঘাত হানে। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ‘গুরুতর আহত হওয়ার কোন খবর নেই এবং এটি খুব ভালো খবর’।

দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরে ৪.০ এবং ৩.১ মাত্রার ২টি ভূমিকম্প পরবর্তী আঘাত। যদিও এটি সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ার বৃহত্তম ভূমিকম্পের মধ্যে একটি। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয় নেই। ভিক্টোরিয়ার রাষ্ট্রীয় জরুরি সেবা বাসিন্দাদের সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী আঘাতের জন্য সতর্ক থাকতে বলেছে।

বেশ কয়েকটি উঁচু অট্টালিকাএবং একটি শহরের হাসপাতালের বাসিন্দাদের সাময়িক ভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতির কারণে কিছু শহরের ট্রাম লাইন স্থগিত করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »