ভিসা বাতিলের পর অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার জকোভিচ

অস্ট্রেলিয়ার সরকার করোনা টিকা না নেওয়ার কারণে টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা বাতিল করেছে দ্বিতীয়বারের মতো। এই সিদ্ধান্তের ফলে তাকে এখন অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করাসহ দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ৩ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। প্রথমবার ভিসা বাতিল করার পর আইনের আশ্রয় নিয়েছিলেন জকোভিচ। তখন আদালত তার পক্ষে রায় দিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার সরকার এখন নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এই তারকার ভিসা আবারও বাতিল করেছে।
ভিসা বাতিলের পর আপিল শুনানির আগে জকোভিচকে ফের গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া সরকার। এই শুনানিই ঠিক করবে জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে থাকতে পারবেন কিনা। শেষ পর্যন্ত খেলতে পারেন কিনা তিনি, তা নির্ধারিত হবে তার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শুনানির রায়ে।
জকোভিচ এবং অস্ট্রেলিয়া সরকারের মধ্যে এই বিরোধ করোনার ভ্যাকসিন নিয়ে। সরকার বলছে যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি, তারা তাদের জনসাধারণের জন্য একটি বড় সমস্যা। নোভাক জকোভিচ, ২০-বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এবং অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন, ভ্যাকসিন না নিয়েই অস্ট্রেলিয়াতে প্রবেশ করেছেন। এদিকে অস্ট্রেলিয়া সরকার তাদের দেশে আসা প্রত্যেকের টিকা বাধ্যতামূলক করেছে।
আপিলে হেরে গেলে টেনিস তারকা জকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে, পাশাপাশি তিনি ৩ বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না।
এবিসিবি/এমআই