Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতের করোনার ধরন আরো অন্তত ১৭টি দেশে ছড়িয়েছে: বিশ্বে স্বাস্থ্য সংস্থা

বিশ্বে স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) গত মঙ্গলবার জানিয়েছে, ভারতের করোনার ধরন বিশ্বের আরো অন্তত ১৭টি দেশে ছড়িয়েছে।

সংস্থাটি বলছে, করোনার বি.ওয়ান.৬১৭ ধরনটি প্রথমে ভারতে পজিটিভ শনাক্ত হয়। এখন এটি অন্তত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরন ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে।

ডব্লিওএইচও বলছে, ভারতে করোনাভাইরাস অন্যান্য যে ধরন রয়েছে তারচেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে একইসাথে দেশটিতে অন্যান্য ধরনগুলোও আগের চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠেছে। এর ফলে ভারতে করোনা মারাত্মক রূপ নিয়েছে বলে মনে করছে সংস্থাটি।

কোভিড-১৯ পরিস্থিতির সাপ্তাহিক ব্রিফিংয়ে ডব্লিওএইচও আরো বলছে, পর্যবেক্ষণে দেখা গেছে ১ম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ খুব দ্রুত ঘটছে।

তবে ভারতে করোনাভাইরাস সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আরো কিছু কারন থাকতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে আরো গবেষণা দরকার বলে মনে করছে সংস্থাটি।

উল্লেখ্য, ভারতে বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় প্রথমবারের মতো ৩ হাজারেরও বেশি লোক মারা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা গেছে, করোনা মহামারিতে এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ১ হাজার ১৮৭ জন মারা গেছে। তবে অনেক বিশেষজ্ঞ ধারনা করছেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার লোক। এ নিয়ে মোট সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ।
Translate »