Type to search

Lead Story আন্তর্জাতিক

বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন শ্রীলঙ্কা

বোরকা পরিধান নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে শ্রীলঙ্কার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।জাতীয় নিরাপত্তার জন্য’ এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

জানা গেছে, এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এটি এখন আইনখসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।’

এর আগে, গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, এটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এ প্রসঙ্গে কলোম্বোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক টুইটে বলেছিলেন, বোরকা নিষিদ্ধের এই পদক্ষেপ ‘শ্রীলঙ্কার সাধারণ মুসলমান ও সারাবিশ্বের মুসলমানদের ক্ষতকে আরও গভীর করে তুলবে।’

Translate »