Type to search

Lead Story আন্তর্জাতিক

বেলুন কাণ্ডে আমেরিকা-চীন উত্তেজনা, যা বললেন বাইডেন

মার্কিন আকাশে চীনা বেলুন ও উত্তর আমেরিকায় তিন অজ্ঞাত বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। গত ৪ ফেব্রুয়ারি মার্কিন আকাশে দৈত্যাকার এক বেলুন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র।

দেশটির দাবি, এটি চীনের নজরদারি বেলুন। তবে চীন যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের এই আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন ভুলবশত মার্কিন আকাশে প্রবেশ করেছে। দেশ দুইটির এমন পরস্থিতিতে বৃহস্পতিবার বেলুন কাণ্ড নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, চীনের বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবেন না। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, নজরদারি চালাতে এই বেলুন ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ধরনের উড়ন্ত বস্তু শনাক্তকরণের উন্নতি ঘটাবে বলে জানান তিনি।

belun copyএ ছাড়া বাইডেন জানান, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সংগে শিগগিরই কথা বলবেন।এবিসিবি/এমআই

Translate »