Type to search

Lead Story আন্তর্জাতিক বাংলাদেশ

‘বাংলাদেশের সামরিক সরঞ্জাম’ বহনকারী কার্গো বিমান বিধ্বস্ত

সার্বিয়া থেকে সামরিক সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসার পথে একটি বড় কার্গো বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এ সময় কার্গো বিমানটিতে থাকা আট ক্রুও নিহত হয়েছেন। বিমানটি উত্তর গ্রিসে বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থল থেকে আগুনের কুণ্ডলি উড়তে দেখা যায়।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নেবোজা স্টেফানোভিচের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, বিমানটি ১১ দশমিক ৫ টন সামরিক পণ্য পরিবহন করছিল। যার মধ্যে প্রশিক্ষণ মর্টার শেলও রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা।

এদিকে গ্রিস কর্তৃপক্ষ বলেছে, বিমানটিতে আটজন ক্রু সদস্য ছিল। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট জরুরি কল করেছিলেন। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ওই আট ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গ্রিসের অ্যাথেন্স নিউজ অ্যাজেন্সি জানিয়েছেন, শনিবার রাতে আন্তোনোভ অ্যান-১২ বিমানটি উড়ে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায়ই সেটিতে আগুন ধরে যায় এবং তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

গিওরগোস আর্কনটোপোলোস নামে স্থানীয় এক বাসিন্দা গ্রিসের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ইআরটি টেলিভিশনকে জানান, তিনি বুঝতে পারছিলেন কিছু একটা গড়বড় হচ্ছে। এর পরপরই তিনি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পান। তিনি বলেন, আমি বাইরে যাই এবং বিমানের ইঞ্জিনে আগুন দেখতে পাই।

ছবি: দ্য গার্ডিয়ান

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক যন্ত্র পাঠানো হয়েছে। কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা কাজ শুরু করতে পারেননি। গ্রিসের এক মেয়রের সহকারী ইআরটি টেলিভিশনকে বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার দুই ঘণ্টা পরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

ইআরটি বলেছে, পুলিশ ঘটনাস্থলের আশপাশে উপস্থিত সাংবাদিকদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

গ্রিক সিভিল অ্যাভিয়েশন অথোরিটি বলেছে, প্রকৃতপক্ষে বিমানটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। যদিও পরবর্তীতে জর্ডান নিশ্চিত করেছে, কেবল জ্বালানির জন্য বিমানটি আম্মানে থামতো। সাবেক সোভিয়েত নির্মিত টার্বোপ্রোপ এই বিমানটি কার্গো ক্যারিয়ার মেরিডিয়ান পরিচালনা করতো।

এবিসিবি/এমআই

Translate »