Type to search

Lead Story কমিউনিটি

বাংলাদেশ থেকে দক্ষ নার্স নিচ্ছে কুয়েত

বাংলাদেশ হতে দক্ষ এক হাজার ১০০ নার্স নিবে কুয়েত সরকার। ইতোমধ্যেই দেশটির ২টি কোম্পানিতে নার্স চাহিদা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)। চলতি বছরের জুন মাসে ৩৫০ জন নার্সদের প্রথম গ্রুপ কুয়েতের আসার কথা রয়েছে।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ‘জানুয়ারি মাসে বাংলাদেশে সফরে আসেন কুয়েতের প্রতিনিধি দল ও কোম্পানির প্রতিনিধি দল। সেই সময় পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৭৫০ জন সিলেক্ট করা হয়। জুন মাসে ৩৫০ জন নার্সের একটি গ্রুপ কুয়েতে আসবে।’

তিনি জানান, ‘কুয়েতের শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রচুর জনশক্তির চাহিদা রয়েছে। আগামীতে এসব পেশা ছাড়াও অন্যান্য পেশায় কাজের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পাবে বাংলাদেশিদের।

এ সময় আরও বোয়েসেলের সহকারী জেনারেল ম্যানেজার নোমান চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈনউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেব্জু মিয়া, ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার উপস্থিত ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »