Type to search

Lead Story রাজনীতি

বর্তমান সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন বিএনপি মানে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনার নিয়োগের এই আইন মানি না আমরা। এটি শুধু আমাদের কাছে নয়, দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণীয় হতে পারে না। আর যে আইন জনগণ গ্রহণ করে না-সেটি কোনো আইনই নয়, সেটাকে কেউ মানবে না, এটাকে কেউ মানবেই না। বর্তমান সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, জহির উদ্দিন স্বপন, মীর নেওয়াজ আলী সপু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুলসহ আরো অনেকে বক্তব্য দেন।

মির্জা ফখরুল জানান, আমাদের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানিয়েছি যে, এই আইন পাস করার কোনো এখতিয়ার নেই এই সংসদের। কারণ এই সংসদ মানুষের দ্বারা নির্বাচিত কোনো সংসদ নয়। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আরেকবার বাকশালে ঢুকতে চাই না আমরা।

তিনি বলেল, অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। তারা ঠিক করবেন কিভাবে দেশ চলবে, কীভাবে দেশ চলবে না। বাকশাল গঠিত হয়েছিল সংসদে মাত্র ১১ মিনিটে। আমি এই মাত্র খবর পেয়েছি-একজন সাংবাদিক বন্ধু বললেন, নির্বাচন কমিশন আইন পাস হয়ে গেল। আমি হিসাব করে দেখলাম, এই আইন ১৭ তারিখে অনুমোদন করেছে মন্ত্রিসভায়। ২৩ তারিখে দেওয়া হয়েছে পার্লামেন্টে। তারপরে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে সংসদীয় কমিটিকে সংযোজন বা পরিবর্তন কিছু থাকে তা নিয়ে এসে আবার সেটা হাউজে উপস্থাপন করতে। ২৪ ঘণ্টাও যায়নি, এর মধ্যে এটা হাউজে নিয়ে এসে পাস করল তারা। আওয়ামী লীগ সেদিনও বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর চেষ্টায়, আজকেও একটা নির্বাচন কমিশন আইন তৈরি করলেন সেটা ভাবছেন যে, তারা বেঁচে যাবেন এই আইন পাস করে। সেই আশাতেই করলেন। কিন্তু ভুলে গেলেন তারা যে, বাকশাল করেও শেষ রক্ষা হয়নি। এই নির্বাচন কমিশন আইন করেও শেষ রক্ষা হবে না তাদের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, পরিষ্কারভাবে এখনো দাবি করছি, এই বিষয়ের সুষ্ঠু তদন্ত করে প্রকাশ করা হোক তা জনসমক্ষে।

-এবিসিবি/এমআই

Translate »