Type to search

Lead Story সারাদেশ

বরিশালে বাসের ধাক্কায় ৫ মাইক্রোবাসযাত্রীর মৃত্যু, আহত ১২

জেলা প্রতিনিধিঃ ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাই‌ক্রোবা‌সের ৫ যাত্রীর মৃত্যু হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের নতুন শিকারপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুহুল আমিন, মো. হাসান, আবদুর রহমান, নুরুল আমিন ও শ‌হিদুল ইসলাম। নিহতরা সবাই গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকার বা‌সিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, উদ্ধার অভিযান চলছে। এছাড়া উভয় গাড়ির ১২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইও‌য়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, পটুয়াখালী থে‌কে ঢাকা যাচ্ছিল মোল্লাহ পরিবহনের এক‌টি বাস। অপরদিকে ঢাকা থে‌কে এক‌টি যাত্রীবা‌হি মাইক্রোবাস ব‌রিশা‌লের দি‌কে যাচ্ছিল। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে মাইক্রোবাসটির পিছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বাসটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবা‌সের একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে আরও ৩জনের মৃত্যু হয়। ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শ‌হিদুল ইসলাম না‌মে আরও ১জন মারা যান।

এবিসিবি/এমআই

Translate »