Type to search

Lead Story আন্তর্জাতিক

প্রযুক্তিতে চীনকে দমাতে প্রেসিডেন্ট বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

তথ্যপ্রযুক্তিতে চীনের অগ্রগতি টেনে ধরতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার বিনিয়োগ-সংক্রান্ত এক নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা দেন। এর ফলে এখন থেকে চীনা প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবে না মার্কিন কোনো ব্যক্তি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। খবর সিএনবিসির।

নিষেধাজ্ঞায় কয়েকটি খাতের কথা উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যের রয়েছে উন্নত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, কোয়ান্টাম কম্পিউটিং। এসবের মাধ্যমে সামরিক এবং গোয়েন্দা অ্যাপ্লিকেশনও থাকতে পারে। যুক্তরাষ্ট্র চায়, মার্কিন বিনিয়োগ কোনোভাবেই যাতে চীনের সামরিক আধুনিকায়নকে সহায়তা না করে। এটি ওয়াশিংটনের নিরাপত্তার জন্য হুমকি। এই আইনের ফলে এখন থেকে কেউ বিনিয়োগ করছে কিনা– তা আরও বেশি নজরদারি করবে সংস্থাগুলো।

এ বিষয়ে মার্কিন সিনিয়র এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, অন্য দেশে বিনিয়োগ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তবে এই আইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটি জাতীয় নিরাপত্তার পদক্ষেপ, অর্থনৈতিক নয়।

এদিকে, এমন নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার বলেন, বাইডেনের এই আদেশের ফলে বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের ওপর বিরূপ প্রভাব পড়বে।

এবিসিবি/এমআই

Translate »