Type to search

Lead Story অর্থ ও বাণিজ্য কমিউনিটি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়ে ২.৫ শতাংশ করল সরকার

রিজার্ভ ছাড়াল ৪৩ বিলিয়ন ডলার

বিদেশ থেকে বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সরকারে প্রণোদনা/নগদ সহায়তা বাড়িয়ে ২.৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার কার্যকর হবে চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে।

এর আগে রেমিট্যান্সে সরকারি প্রণোদনা ছিল দুই শতাংশ।আজ শনিবার (১ জানুয়ারি)  অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, মানিলন্ডারিং প্রতিরোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

২০১৯-২০ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২% হারে সরকার প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল। এ নীতি সহায়তার কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বেড়ে ২০১৯-২০ অর্থবছরে ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে, যা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

এবিসিবি/এমআই

Translate »