প্রতারণার অভিযোগে এবি ব্যাংকের ডিএমডি আটক
প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে আটক করেছে গুলশান থানা পুলিশ। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার আটক পরোয়ানা থানায় এলে সকালে তাকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
এবিসিবি/এমআই