পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বললেন পুতিন
ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার ওপর আরোপ করা পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন। সোমবার (১৮ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার পুতিন বলেন, ‘পশ্চিমারা আশা করেছিল রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত বিপর্যস্ত হবে, বাজারে আতঙ্ক সৃষ্টি করবে, ব্যাংকিং ব্যবস্থার পতন এবং দোকানে খাবারের ঘাটতি হবে।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অর্থনৈতিক আক্রমণের কৌশল ব্যর্থ হয়েছে, এর পরিবর্তে পশ্চিমাদের অর্থনীতির অবনতি হয়েছে।’
শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে এসব মন্তব্য করেছেন পুতিন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই পশ্চিমারা রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিন পুতিন উল্লেখ করেন, রাশিয়া অভূতপূর্ব চাপ সহ্য করেছে এবং রুবেল শক্তিশালী হয়েছে।
এবিসিবি/এমআই