Type to search

Lead Story আন্তর্জাতিক

পরিস্থিতি আরও বিপজ্জনক করেছেন প্রেসিডেন্ট বাইডেন

পোল্যান্ড সফরে গিয়ে শনিবার (২৬ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘কসাই’ হিসেবে উল্লেখ করেছেন। বাইডেন পুতিনকে লক্ষ্য করে বলেছেন,  ‘তিনি ক্ষমতায় থাকতে পারেন না।’ বাইডেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রবীণ মার্কিন কূটনীতিক রিচার্ড হাস।

মার্কিন বৈদেশিক সম্পর্ক পরিষদের সভাপতি রিচার্ড হাস এক টুইট বার্তায় বলেন, ‘বাইডেনের এই মন্তব্য একটি জটিল পরিস্থিতিতে আরও জটিল করবে এবং একটি বিপজ্জনক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।’

রিচার্ড হাস বলেন, ‘এটা স্পষ্ট কিন্তু ক্ষতি কীভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় তা স্পষ্ট নয়। তবে আমি পরামর্শ দিচ্ছি তার প্রধান সহকারীরা তাদের প্রতিপক্ষের কাছে পৌঁছান এবং স্পষ্ট করুন যুক্তরাষ্ট্র রাশিয়ান সরকারের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত।’

তবে রবিবার (২৭ মার্চ) পুতিনকে ক্ষমতাচ্যুত করার বক্তব্য নিয়ে সুর পাল্টিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই।

জেরুজালেমে সফরে ব্লিনকেন বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট, হোয়াইট হাউজ গত রাতে এই বিষয়টি খুব সহজভাবে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন বা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ বা আগ্রাসন চালানোর ক্ষমতা দেওয়া যাবে না।’

ব্লিনকেন এসময় আরও বলেন, আপনারা জানেন এবং আমাদের কাছ থেকে বারবার বলতে শুনেছেন, রাশিয়ায় বা অন্য কোথাও, এই বিষয়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা আমাদের নেই।

এবিসিবি/এমআই

Translate »