Type to search

Lead Story জাতীয় বাংলাদেশ শিক্ষা

পররাষ্ট্রমন্ত্রীকে ইইউসহ ১৪ মিশনের চিঠি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে ব্যাপক সহিংসতার পর পুলিশের গ্রেফতার অভিযান চলছে

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছে ঢাকায় থাকা ১৪টি পশ্চিমা দেশের দূতাবাস ও হাইকমিশন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে পাঠানো ওই চিঠি পাঠানো হয়েছে গত বুধবার।

চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছে তারা।

ওই চিঠিতে সই করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।

ওই চিঠিতে বলা হয়, চলমান সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে।

আটককৃত ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

ঢাকায় অবস্থিত ১৩টি দূতাবাস ও হাইকমিশন এবং ইইউ ওই চিঠিতে বলেছে, আন্তর্জাতিক অংশীদার হিসেবে তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি, বিশেষ করে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহত হওয়া এবং সহিংসতা ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।

এছাড়াও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িত সন্দেহে আটককৃত ব্যক্তিদের যথাযথ বিচার ও মানবাধিকার সমুন্নত রাখা জরুরি বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে।

তারা বলছেন, আন্দোলনকে ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।

বিবিসি বাংলা

Translate »