Type to search

Lead Story রাজনীতি

পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে আওয়ামী লীগ

নবনির্মিত পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনাকালে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে আওয়ামী লীগ। তবে কারো একক সম্পত্তি নয় পদ্মা সেতু। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় নিমার্ণ হয়েছে।

তিনি বলেন, বিএনপি যমুনা সেতুর কাজও করেছে। তবে ক্ষমতায় বসেই তারা সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। এক জনের নামেই সব ফেস্টুন, ব্যানার ও মূর্তি তৈরি হয়ে যায়। সেতুর নামটাই পরিবর্তন করে দিল তারা। বিএনপির অবদান কখনই স্বীকার করে না তারা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দায় সম্পূর্ণ সরকারের জানিয়ে মির্জা ফখরুল বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা একটি ভয়াবহ ঘটনা।

এ বিষয়ে শোক জানিয়েছি আমরা এবং আমরা অনেক ক্ষুব্ধ। একটি কনটেইনার পোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকার দরকার। কিন্তু সেখানে তা ছিল না। এই ভয়াবহ দুর্ঘটনা সম্পূর্ণ সরকারের ব্যর্থতার কারণে হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »