Type to search

Lead Story রাজনীতি

পণ্যমূল্য সিন্ডিকেট করে ভাগ নিচ্ছে আওয়ামীলীগ নেতারা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অবৈধ সরকার জিনিসপত্রের দাম কমাতে পারবে না। কারণ, পণ্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারি দলের নেতারা দায়ী। সিন্ডিকেট করে এখান থেকে ভাগ নিচ্ছে তারা। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে লুটপাট করছে দেশের সম্পদ। এরপর তা বিদেশে পাঠাচ্ছে।

বুধবার (৯ মার্চ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে ফখরুল জানান, তাদের তখতে তাউস ভেঙে ছুড়ে ফেলে দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার রাজা হীরকের সঙ্গে তুলনা করে জানান, এই সরকার দেশকে নির্যাতনের কারখানা বানিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ছুড়ে ফেলে দিতে হবে বর্তমান সরকারকে। রশি ধরে ধরে টেনে খান খান করতে হবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসানসহ আরো অনেকে বক্তব্য দেন।

এবিসিবি/এমআই

Translate »