Type to search

Lead Story রাজনীতি

পঞ্চগড়ে গুলি করে আরেফিনকে হত্যা করেছে পুলিশ

বিএনপি বলেছে, আওয়ামী লীগ সরকার ‘রক্তপিপাসু’। তারা রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী নেতাকর্মীদের হত্যা করতে লেলিয়ে দিয়েছে। এরই মধ্যে সারাদেশে ১৫ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই ধারাবাহিকতায় পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।

তিনি জানান, বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে বিভিন্ন জায়গায় পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ, গুলি করে হত্যা, নির্যাতন আর হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। সরকারদলীয় নেতাকর্মীও অনেক স্থানে বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর করেছে। পঞ্চগড়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতাকর্মী। পুলিশ এখনও আরেফিনের লাশ ঘিরে রেখেছে। পরিবার ও নেতাকর্মীদের কাছে লাশ হস্তান্তর করছে না।

প্রিন্স বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে জনগণ অনুমান করেছিল- বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা করা হবে। জনগণের অনুমানই সত্য প্রমাণিত হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে সরকারের নীলনকশার অংশ হিসেবেই আরেফিনকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় সম্পূর্ণ সরকারের।

তিনি বলেন, নিশিরাতের সরকারের সীমাহীন লুটপাট, দুর্নীতি ও নিপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ। অবৈধ সরকারের লুটপাটের কারণে নিত্যপণ্যসহ সবকিছুর দাম আকাশছোঁয়া। লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করে দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার নেই, কথা বলার অধিকার নেই। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছেই। ব্যাংকে টাকা নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, সবকিছুই যেন নেই আর নেই।

এ অবস্থায় দেশের মানুষের বেঁচে থাকাই দায়। চারদিকে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ। এ অবস্থায় দেশকে বাঁচাতে হলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনপ্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ প্রতিষ্ঠিত করতে হবে।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »