Type to search

Lead Story রাজনীতি

নাসিক নির্বাচন: চলছে ভোট গ্রহন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে চলছে ভোটগ্রহণ। আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার লড়ছেন।

একটানা ১৭ দিন প্রচার-প্রচারণা শেষে আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আইভী নাকি তৈমূর আলম খন্দকার—আগামী ৫ বছরের জন্য কে বন্দরনগরীর মেয়র হবেন, তা নির্ধারণ হবে আজ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের নয় জন ম্যাজিস্ট্রেট ও পুলিশের ৩০টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। পাশাপাশি প্রায় ৭৬টি টিম রয়েছে আমাদের পুলিশের। র‌্যাবের ৬৫টি টিম রয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবির ২০টি দল। এর বাইরে আমাদের আরও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে।

নাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন।

এই সিটিতে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। মহিলা ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

এবিসিবি/এমআই

Translate »